প্রকাশিত: Wed, Dec 27, 2023 8:31 PM
আপডেট: Tue, Jul 1, 2025 2:59 PM

[১] দুর্নীতি- অনিয়ম রোধ করতে সময় লাগবে, চট্টগ্রাম ওয়াসার এমডি

কামাল পারভেজ, চট্টগ্রাম:[২]  দুর্নীতি -অনিয়ম পুরোদমে এখনো রোধ করা যায়নি, তবে আমরা যার বিরুদ্ধে অভিযোগ পাই স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্হা নেওয়ার চেষ্টা করেছি। আমি বলবো না যে চট্টগ্রাম ওয়াসা একেবারে দুর্নীতি মুক্ত হয়েছে। অকপটে  স্বীকার করলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ।  

[৩] তিনি বলেন, সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো ওয়াসায় অনিয়ম আছে, তবে তা সহনীয় পর্যায়ে। গ্রাহক হয়রানি কমিয়ে আনতে আমরা চেষ্টা করছি। কেউ অভিযোগ দিলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।  

[৪] তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় চট্টগ্রাম ওয়াসায় অনিয়মের পরিমাণ অনেক কম। আমাদের দরজা খোলা আছে, যেকোনও সময় যে কেউ আমাদের কাছে আসতে পারে। আমার কাছে এসে যদি কেউ প্রতিকার না পায়, তাহলে বলার সুযোগ থাকে আমি দুর্নীতিতে জড়িত আছি।

[৫] বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত গণশুনাননি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভুক্তভোগী এক গ্রাহকের প্রশ্নে তিনি বিষয়টি স্বীকার করেন।

[৬] কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করছি। গণশুনানিতে চট্টগ্রাম ওয়াসার অনেক গ্রাহক পানির বিল নিয়ে অভিযোগ জানালে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

[৭] শুষ্ক মৌসুমে ওয়াসার পানিতে লবণাক্ততার বিষয়ে আরেক গ্রাহকের প্রশ্নের উত্তরে এ কে এম ফজলুল্লাহ বলেন, ওয়াসার পানি মূলত দুইটি নদী থেকে তোলা হয়।

 শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় পানির স্রোত কম থাকে। অন্যদিকে সমুদ্রের নোনা পানি ওপরে উঠে আসে। ফলে লবণাক্ততা বাড়ে। প্রাকৃতিক এসব সমস্যার কারণে মিষ্টি পানির সংকট হচ্ছে।